শোবিজের ৬ তারকা ২০১৯-২০২০ অর্থবছরে ট্যাক্স কার্ড পাচ্ছেন। তারা হলেন চিত্রনায়ক শাকিব খান, অভিনেতা রাইসুল ইসলাম আসাদ, চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম, সংগীতশিল্পী তাহসান খান, ফোক সম্রাজ্ঞী মমতাজ এবং নজরুলসংগীত শিল্পী শাহীন সামাদ। শুটিঙের কারণে দেশের বাইরে থাকায় দুইবার ট্যাক্স কার্ড নিতে পারেননি ‘বাংলার নবাব।’ তবে এবার ট্যাক্স কার্ড নিজেই গ্রহণ করতে পারবেন বলে কালের কণ্ঠকে জানালেন তিনি। শাকিব খান মনে করেন, দেশের স্বার্থে ও সচেতন নাগরিক হিসেবে কর প্রদান করা দায়িত্ববোধের পরিচয়। অন্যান্য যারা করের আওতা ভুক্ত তাদেরও কর প্রদান করা উচিত। শাকিব খান কালের কণ্ঠকে বলেন, ‘দেশের বেশিরভাগ মানুষের মনে একটা ভ্রান্ত ধারণা, এ সেক্টরে (সিনেমা) কাজের মাধ্যমে হয়তো ভালো ক্যারিয়ার গড়া যায় না। কারণ, শিল্পীদের সাহায্য দরকার হলে যেভাবে ফলাও করে প্রচার হয় একইভাবে শিল্পীদের সাফল্যগুলো সেভাবে প্রচার হয়ে ওঠে না।’ চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার শাকিব খান আরও বলেন, ‘অন্যান্য মাধ্যমে কাজ করে যারা সফল হয়ে ট্যাক্স দিচ্ছেন, আমি সিনেমায় পেশা গড়ে একইভাবে ট্যাক্স দিচ্ছি। এটা আমার নিজের জন্য যেমন গর্বের বিষয়, তেমনি আমার সেক্টরের প্রতিটি মানুষের জন্য গর্বের। এখানেও ভালো কাজ করে প্রতিষ্ঠা পাওয়া যায় এবং সফল হওয়া সম্ভব। এতে করে মানুষের ভ্রান্ত ধারণা দূর হবে। পাশাপাশি পরবর্তী জেনারেশন যেন এ ব্যাপার মাথায় রাখে।’
সর্বশেষ খবর
বিশ্বজুড়ে করোনাভাইরাস
বাংলাদেশে
আক্রান্ত
০
সুস্থ
০
মৃত্যু
০
বিশ্বে
আক্রান্ত
০
সুস্থ
০
মৃত্যু
০
বাংলাদেশে কোরোনা
বাংলাদেশে
করোনাভাইরাস
সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
০
০
০
০
সর্বমোট
০
০
০
০