01781838213 / 01873935388 paharadarbd@gmail.com

ছোট পর্দা থেকে বড় পর্দায় এসে নিজের জায়গা করে নিতে সময় নেননি মৌনি রায়। কিউকি সাস ভি কাভি বহু থি, নাগিন, নাগিন টু সিরিয়াল থেকে জনপ্রিয়তা কুড়িয়েছেন। বলিউডে অভিষেক হয় অক্ষয় কুমারের বিপরীতে গোল্ড ছবি দিয়ে। তারপর রোমিও আকবর ওয়াল্টার, মেড ইন চায়না ছবিতে অভিনয় করে নিজেকে চিনিয়েছেন। সামনে মুক্তি পাবে তাঁর ব্রহ্মাস্ত্র ছবিটি।