01781838213 / 01873935388 paharadarbd@gmail.com

ছোটবেলার বন্ধুর বিয়ের ভিডিও শেয়ার করেছেন সালমান খান। মঙ্গলবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করে তিনি ছোটবেলার বন্ধু সাদিকের বিয়ের মুহূর্ত তুলে ধরেন। সেই ভিডিওর ক্যাপশনে তার বন্ধুর স্ত্রীকে উপদেশ দিয়ে লেখেন, ‘সময় আছে পালিয়ে যাও’। ভারতের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ৩৩ বছর আগে বিয়ে করেন সালমান খানের বন্ধু সাদিক। ছোটবেলার বন্ধু মানে তিনি যখন ছোট ছিলেন। সাদিকের সঙ্গে রেহানার বিয়ের পর ৩৩ বছর কেটে গেছে। ৩৩ বছর পর সালমান রেহানাকে নতুন করে শুভচ্ছা জানান। এত বছর ধরে সাদিককে মেনে নিয়ে তিনি যেভাবে সবকিছু সুন্দর করে চালিয়ে যাচ্ছেন, তার জন্য রেহানাকে ধন্যবাদ জানান সলমন। এর পর বন্ধুর স্ত্রীকে পরামর্শ দিয়ে লেখেন, এখনো সময় আছে, রেহানা পালিয়ে যাও। বন্ধুর স্ত্রীকে পালিয়ে যাওয়ার পরামর্শ দিয়ে হেসে ফেলেন তিনি। ওই ভিডিওর সঙ্গে সালমান যা লেখেন, পুরোটাই মজার ছলে। তবে বলিউড ভাইজানের ওই ভিডিও প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। বর্তমানে বিগ বস ১৪ নিয়ে ব্যস্ত সালমান খান। বিগ বস ১৪-র ঘরে কখনও রাখি সাওয়ান্তের বিরুদ্ধে ফুঁসে ওঠছেন সালমান, আবার কখনও নিকি তাম্বোলি, রুবিনা দিলায়েকদের বিরুদ্ধে সরব হচ্ছেন অভিনেতা। সবকিছু মিলিয়ে বিগ বসের সিজন ১৪-ও আগেরবারের প্রত্যেক সিজনের মতোই জনপ্রিয় হয়ে উঠেছে।